দেশজুড়ে

মধ্যরাত পর্যন্ত বেচা বিক্রি চলছে ভৈরবের মার্কেটগুলোতে

ভৈরবের মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা এখন জমজমাট। ঈদকে সামনে রেখে রমজান মাসের শুরু থেকেই দোকানগুলোতে বেচাকেনার ধুম পড়েছে। জামা কাপড়, পাদুকা, কসমেটিক্স- সব দোকানেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। শহরের পৌর নিউমার্কেট, ইয়াকুব মার্কেট, ছবিঘর শপিং কমপ্লেক্স, বিগবাজার, হকার্স মার্কেট, ফকির মার্কেটগুলোতে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। নারী পুরুষ, কিশোর- কিশোরী, শিশুরা সবাই কেনাকাটায় ব্যস্ত। মার্কেটগুলোতে পাঞ্জাবি, সালোয়ার কামিজ, থ্রি-পিস, শার্ট, প্যান্ট, পাদুকা, কসমেটিক্স, সবই বেচাকেনা হচ্ছে। ফুটপাতের দোকানগুলোতেও বেচাকেনার কমতি নেই। তবে সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে পৌর নিউমার্কেটে। এ মার্কেটে প্রায় ২০০ দোকান রয়েছে। এসব মার্কেটে ভৈরব এলাকার মানুষ ছাড়াও আশপাশের কয়েকটি উপজেলার মানুষ পরিবার-পরিজন নিয়ে শপিং করতে ভিড় জমাচ্ছে। ভৈরবে যাতায়াত ব্যবস্থা ও নিরাপত্তা ভালো থাকায় অসংখ্য মানুষ এখানে কেনাকাটা করতে আসে। এবার পাঞ্জাবি, থ্রি-পিস, পাদুকা ও কসমেটিক্স বেচাকেনা বেশি হচ্ছে বলে দোকানিরা জানান। পৌর নিউমার্কেটের দোকান মালিক শাহাদাত হোসেন জানান, ঈদের আগের রাত পর্যন্ত তাদের বেচাকেনা চলবে। এমএএস/এমএস