স্বপ্নটা স্বপ্নই থেকে গেলো। টানা ২৫ ম্যাচও জেতা হলো না, বিশ্বরেকর্ডও গড়া হলো না। টানা ২২ ম্যাচ জয়ের পরই থেমে যেতে হলো রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে তারা ২-১ গোলে। খেলার ১৪ মিনিটে রোনালদোর গোলে প্রথমে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে বেনজেমা গোলের একটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। খেলার ৫২ মিনিটে বারাগানের গোলে সমতায় ফেরে তারা। ম্যাচের ৬৫ মিনিটে নিকোলাস অতামেন্ডি গোল করলে ২-১ লিড পায় স্বাগতিকরা। ম্যাচে ৭৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। সার্জিও রামোসের হেড করা বল গোলবারের পাশ দিয়ে চলে গেলে এ সুযোগ হারায় রিয়াল। ফলে আর সমতায় ফেরা হয়নি আনচেলত্তির শিষ্যদের। এর ফলে নতুন বছরটা হার দিয়েই শুরু করতে হল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।