কিশোরগঞ্জের সদর উপজেলার কর্শাকড়িয়াল এলাকায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে রোকেয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রোকেয়া খাতুন উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের বাদে কড়িয়াল গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। পুলিশ জানায়, সকালে কর্শাকড়িয়াল ইউনিয়নের বাদে কড়িয়াল গ্রামের শুক্কর আলী ও হাছেন আলীর মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। এসময় ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের হাতে গুরুতর আহত হন রোকেয়া। আহত অবস্থায় রোকেয়া বেগমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নূর মোহাম্মদ/এআরএ/এমএস