দেশজুড়ে

দক্ষিণ আফ্রিকায় নিহত বেলালের দাফন সম্পন্ন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে টাকা লেনদেনের জের ধরে গুলিতে নিহত বেলাল হোসেনের মরদেহ নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা শাহী জামে মসজিদের সামনের কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার সকাল ১০টার সময় নামাজে জানাযা শেষে মরদেহ দাফন করা হয়।এর আগে তার মরদেহ সোনাইমুড়ী উপজেলার ছনগাঁও গ্রামের বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এলাকার শত শত নারী-পুরুষ তাকে শেষবারের মতো দেখার জন্য ভিড় করে। নিহত বেলাল হোসেনের স্বজনরা জানান, ২০০৬ সালে বেলাল হোসেন দক্ষিণ আফ্রিকায় গিয়ে জোহানেসবার্গে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক বছর আগে একই উপজেলার ভানুয়াই গ্রামের আলাউদ্দিন রুবেল ব্যবসার কাজে বেলাল হোসেনের কাছ থেকে ৪২ হাজার রিংগিত ধার নেয়। সময় মতো ধার নেয়া টাকা পরিশোধ না করে উল্টো বেলালকে হত্যার হুমকি দেয় এবং ২১ জুন মঙ্গলবার রাত ১১টার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বেলালকে গুলি করে রুবেল। আহত অবস্থায় বেলালকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের রুহুল আমিন বকু মিয়ার ছেলে আলাউদ্দিন রুবেল ২০১০ সালে পার্শ্ববর্তী বাড়ির ছায়েদুল হক হুক্কা মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী মীর হোসেন সুমনকেও ছুরিকাঘাতে হত্যা করে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যায়। ওই হত্যা  মামলায় রুবলের বিরুদ্ধে আদালত ২০১৫ সালে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। মিজানুর রহমান/এসএস/এবিএস