দেশজুড়ে

কাউন্সিলরের হাতে কর্মচারী লাঞ্ছিতের প্রতিবাদে ধর্মঘট

কিশোরগঞ্জ পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরের হাতে কর্মচারী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা কর্মচারী পরিষদ।বুধবার সকাল থেকে কর্মচারীরা পৌরসভার প্রধান গেটে তালা দিয়ে সামনে অবস্থান নেয়। ফলে পৌরসভার জরুরি স্বাস্থ্যসেবা, ভিজিএফ চাল বিতরণসহ সব কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।জানা গেছে, মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার সার্ভেয়ার আজিজুল হক রুকনকে তার অফিস কক্ষে ব্যাপক মারধর করেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আশরাফুল আরম শামীম। ওই কাউন্সিলর তাকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন কর্মচারী রুকন।এ ঘটনার প্রতিবাদে পৌরসভার কর্মচারীরা বুধবার সকাল থেকে পৌরসভার প্রধান ফটকে তালা লাগিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামে। এ সময় তারা পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তৃতা করেন-পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মস্তান ও সাধারণ সম্পাদক আজিজুল হক রুকন।এদিকে প্রতিবাদ সমাবেশ চলার সময় সকাল ১০টার দিকে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আন্দোলনরত কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করেন কাউন্সিলর আশরাফুল আলম শামীম। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ পরিস্থিতিতে কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে বসেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। তিনি জানান, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধোনের চেষ্টা চলছে।নূর মোহাম্মদ/এসএস/আরআইপি