দেশজুড়ে

আলমডাঙ্গায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের দারুস সালম মাঠে ইফতার বন্টনকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী তৌফিক (২৭) ও বিএম নাহিদ (২৫) আহত হয়েছেন। এ সময় যুবলীগ নেতার বাড়িসহ তিনটি বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ইফতার বন্টন করার সময় যুবলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রাতে আলমডাঙ্গার সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, সোহেল রানা ও পলাশসহ ১৪/১৫ জন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম, বিল্লাল মাস্টারসহ তিনজনের বাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা যুবলীগ কর্মী তৌফিক ও বিএম নাহিদকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম জানান, সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, সোহেল রানা ও পলাশসহ ১৪/১৫ জন ইফতার মাহফিল পণ্ড করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন তিনি। এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে। সালাউদ্দিন কাজল/এফএ/এবিএস