দেশজুড়ে

বগুড়ায় হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে রিপন আহমেদ (৩৫) নামে এক প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার গোহাইল ইউনিয়নের শালিকা তেলিপাড়া ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। রিপন আহমেদ বগুড়া সদরের নামুজা সোনাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি গালাপট্রি এলাকার টিএমএসএস ডা. আলমগীর হোসেনের প্রাইভেটকার ভাড়ায় চালাতো।স্থানীয়রা জানান, বিকেলে শালিকা গ্রামের রাস্তার উপর একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৭৭৫২) পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জনমনে সন্দেহ দেখা দেয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগীতায় খোঁজা-খুঁজির পর ব্রিজের নিচ থেকে প্রাইভেটকার চালক রিপন আহমেদের হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করে।শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি থানায় আটক রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এআরএ/আরআইপি