দেশজুড়ে

ঝিনাইদহে ফুটপাতের মার্কেটে উপচে পড়া ভিড়

ঈদকে সামনে রেখে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের চাকচিক্যময় বিশাল বিপণিগুলোতে চলছে কেনাকাটার উৎসব। তবে বসে নেই স্বল্প ও নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। শহরের চুয়াডাঙ্গা রোড, কেসি কলেজের পাশ, আরাপপুর মোড়, হাটের রাস্তায় ও বিভিন্ন সড়কস্থ গরীবের মার্কেটখ্যাত ফুটপাতগুলোতে জমে উঠেছে ঝিনাইদহের স্বল্প আয়ের মানুষের কেনাকাটা। দোকানি রমজান বিশ্বাস জানান, ফুটপাতে স্বল্প ও নিম্ন আয়ের সাধারণ মানুষের কেনাকাটার ভিড় ছিল চোখে পড়ার মত। স্বল্প মূল্যের পোশাকগুলো এখানে বিক্রি করা হয়। এ মার্কেটে বিশেষ করে গ্রামের নিম্ন আয়ের লোকজন কেনাকাটা করতে আসে। তিনি আরও বলেন, এখানে জিরো থেকে ১২ বছর বয়সী মেয়েদের বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৯০০ টাকার মধ্যে। জিরো থেকে ১২ বছর বয়সী ছেলেদের জিন্স প্যান্ট ও শার্ট বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে। এছাড়া ফতুয়া, বাচ্চাদের গেঞ্জিসহ বিভিন্ন কাপড় এখানে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। বেচা বিক্রি ভাল হওয়ায় গত বছরের লোকসান এ বছর পোষাতে পারবে বলে খুশি বিক্রেতারা।এ বছর পোশাকের দাম একটু বেশি বলে জানালেন রিকশাচালক ইয়াছিন আলী। তিনি বলেন, বড়দের শার্ট বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৬০০ টাকা, ৬ গেঞ্জির  দাম রাখা হয়েছে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে। গত বছরের তুলনায় এ বছর এ মার্কেটের কাপড়ের দাম প্রায় ৩০ থেকে ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস