সাহিত্য

গোলাম রববানীর পাঁচটি কবিতা

মহাকালের ইতিহাসআঙুলের শীর্ষে নাচে একফোঁটা স্বচ্ছ জলঅবেলায় টুপ করে পড়বে ঘোলাটে জলাশয়কেউবা তৃষ্ণায় ধুঁকছে বাঁচার মতো জীবনমৃত্যুর দুয়ার খুলে মুখে দেয় খোদা মৃত্যুপানি

ঘুমন্ত পৃথিবীতে জেগে থাকার কী বাহানাসম্মান কী, অর্জন কী, কি'বা তার বিসর্জন

যুগে যুগে কালে কালে কেবলই জরায়ুর ক্ষয়কী হবে শিশ্ন বিদ্রোহ, নিপতিত বর্ণাবর্তননব ভাবনায় খোলাখুলি রাজনীতির নিছিদ্রগোপন কামরা ভরে বেশ বিনষ্ট নষ্ট ফসল

পূর্ণতেই হাসি নেই নেই বিজয়ের কোনো বৃষ্টিজাতে বাঙালি আমি, মাথাটাতো খাটাতেই পারিধ্বংসের প্রান্ত যেখানে, জন্মের শুরু সেখানেবেইজ্জতিই বিভাজিত হয়, সম্মিলিত হয় ইজ্জত।

****

মানবতার মানচিত্রএই সুন্দর সুনীল শীতরোদ ঝলমলে দিনেসবুজ গাছের ফাঁকে ফাঁকে চোখের বেদম নেশাঅত্যাচারীরা কখনো ছাড়িয়ে যেতে পারে নাএই বিধ্বস্ত যুদ্ধজীবন নিয়ে আকাশের নিচে

সুন্দরকে পুঁজি করে দিতে হয় সুন্দরকে দিয়েতবে ছেড়ে গেলে কেউই ছেড়ে যেতে পারে নাঅবিকল অক্ষতই থাকে এই বিশ্ব মানচিত্রনতজানু হয়ে উপসনালয়ে পৃথিবীর এত প্রাণ

আমাদের পরিচয় পূর্বপূরুষের নেতৃত্ব ও সম্মানমিথ্যে লোভের আগুনে পোড়া ছাইভস্মের সমাননিরাময় প্রতিহতে ইয়াং জেনারেশন দরকারহয় জীবন না হয় মরণ ঝেড়ে এই সনাতনী কথা

আমাদের জলের মতন হতে হয় জলের সমানআমাদের মায়ের মতন হতে হয় মায়ের সমান

****

আমার একটি পরিকল্পনা চাইআমার একটি পরিকল্পনা লাগবে।তাই মায়ের মাটি স্পর্শ করেছি, শুধু একটি পরিকল্পনার জন্য।আমার জনগণকে বিশ্বাস করেছি, শুধু একটি পরিকল্পনার জন্য।যে স্বপ্ন আমি দেখেছি, যে জনেতে আমি জমেছি,যে মাটি আমার আমি ঠোঁটস্থ করেছি

একটা পরিকল্পনা নিতে সতেরো বছর অপেক্ষারক্ষণ গুনেছি

এখন আমি পরিকল্পনার পথ ধরেছি, আমাকেবাংলাদেশ বুলেটিন দাও,জনতা তোমরা দেখে নিও, পাঁচ অগাস্ট পরবর্তী সুখের প্রাসাদ কতটুকু শক্তিশালী!

****

আরেকটা পরিকল্পনার খোঁজেআদতেই চব্বিশের চব্বিশা, দ্বিতীয় স্বাধীনতার হে বিপ্লবীরা, শোনো!নেপথ্যের নায়ক খলনায়কে আমি বিশ্বাসী নইবরং সাধারণ মানুষ,সেই দিন নেমেছিল রাজপথে,হে গণঅভ্যুত্থানকারী মানুষ, ঠিক এভাবেইএগিয়ে চলো, এগিয়ে চলো,সংস্কার করো, সংস্কার করো,সংস্কারের কেচ্ছাটা সব ড্রামা, সংস্কারের নামে সবতামাশা,বাংলাদেশের একটাই পরিকল্পনা চাই, সেটা হলো আমার একটা পরিকল্পনা আছে...

আর আরেকটা নাটকের অধীর প্রতীক্ষায় আছে..

****

খালেদা জিয়া, ক্ষমা করোখালেদা জিয়া! হে আপসহীন নেত্রী!ক্ষমা করো আমায়। ক্ষমা করো।

আমার কোনো সংবিধান নেই,জোড়া হাতে মোনাজাতের হাত নেইআমার কোনো ক্ষমতা নেই।

আইন চাইবার মতো আদালত নেইআমার যা আছে তা হলো সামান্যই কিছু কথাআর কথার মূল্য সেই বেশি হে প্রিয়!হে গণতন্ত্রকামী নেত্রী, বেঁচে থাকা কতটা কঠিনঅথচ মৃত্যু কতটা না সস্তা!

হায় বাংলা, সোনার বাংলাদেশ,ক্ষমতার কাছে ক্ষমতাধরও কতটা অসহায়!খালেদা জিয়া, ক্ষমা করো আমায়!

কেএসকে