বিটিভির নাটোর উপ-কেন্দ্রের মালি জাবেদ আলী (৫২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ আলী সদর উপজেলার শিবদুর গ্রামের মৃত খাতের আলীর ছেলে। বিটিভির নাটোর উপ-কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিটিভির নাটোর উপ-কেন্দ্রের ফুলের বাগানে পরিচর্যার কাজ করছিলেন জাবেদ আলী। এসময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেজাউল করিম রেজা/এফএ/এবিএস