দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু

লঞ্চ মালিককে মারধরের প্রতিবাদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিকেল ৪টা থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে দুটি নৌরুটে সাড়ে তিন ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকে।লঞ্চ মালিক উজ্জ্বল ফকির জানান, আরিচাঘাটে লঞ্চ কাউন্টারের সামনে অনুমোদনহীন স্পিডবোটের কাউন্টার বসানো নিয়ে বেশ কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আলী আহসান মিঠু, তার ভাই মিতুল, উজ্জ্বল, রতনসহ ৩০/৪০ জন যুবলীগকর্মী আরিচাঘাট এলাকায় তার ওপর হামলা চালায়। এর প্রতিবাদে লঞ্চ মালিকরা দুটি রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেন।উল্লেখ্য, দুটি রুটে মোট ৩৬টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়।খোরশেদ/এফএ/আরআইপি