বিনোদন

আরএফএল এর বিজ্ঞাপনে বাঁধন

ছোট পর্দার প্রিয় মুখ বাঁধন এবার নতুন একটি বিজ্ঞাপনে মডেল হলেন। আরএফএল এর এই বিজ্ঞাপনের জন্য তিনি ৩ জানুয়ারি শুটিং করেছেন।এ প্রসঙ্গে বাঁধন জানান, একটি ফুরফুরে মেজাজের মেয়ের চরিত্রে কাজ করলাম। আর আমার এই ফুরফুরে মেজাজে থাকার কারণ কী সেটা জানার জন্য কয়েকজন মেয়ের একটি দল আসবে। কনসেপ্টটি বেশ চমৎকার লেগেছে। আশা করছি দর্শকরা বিজ্ঞাপনটি ভালোভাবেই গ্রহণ করবেন।নতুন এই বিজ্ঞাপনটিতে বাঁধন ছাড়াও মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা, রুম্পা ও শান্তা। এটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।