গণমাধ্যম

ঠাকুরগাঁও প্রেসক্লাবে মানিক সভাপতি মিঠু সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাবেক সভাপতি আবু তোরাব মানিক পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন লুৎফর রহমান মিঠু।বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১১টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সভাপতি পদে আবু তোরাব মানিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন আক্তার হোসেন রাজা। সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান মিঠুর প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব। আর অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বকুল মিঞা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এসএম জসিম উদ্দীন।এর আগে গতকাল বুধবার মনোনয়ন দাখিলের শেষ সময় পযর্ন্ত ৭ জনের বিপক্ষে কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় তাদের বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রাশেদুল হক প্রধান।বিজয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মামুন অর রশিদ, দফতর সম্পাদক রবিউল এহসান রিপন, ক্রীড়া সম্পাদক মো. আসাদুজ্জামান শামীম, সাংস্কৃতিক সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, নির্বাহী সদস্য (ক) মনসুর আলী, (খ) শাহীন ফেরদৌস, (গ) ফজলে ইমাম বুলবুল। রবিউল এহসান রিপন/এমএএস/এমএস