দেশজুড়ে

দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত থাকার কারণে দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা আগেও বলেছি, জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদের আড়াল করতেই তাবেলা হত্যাকাণ্ডসহ পরবর্তী সময়ে সকল হত্যাকাণ্ডে বিএনপির ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি নুর করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুলের দাবি, দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, লাখ লাখ কোটি টাকা পাচার হওয়া, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, গুম, খুন, গুপ্তহত্যা এসবের ভয়াবহতা থেকে জনদৃষ্টি ঝাপসা করতেই জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করার অপচেষ্টা করছে সরকার। তিনি বলেন, জঙ্গিদের চিহ্নিত করে তাদের ধরতে সরকারের ব্যর্থতা প্রমাণ করে যে, সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের সঙ্গে জড়িত। দেশে একের পর এক সংঘটিত বিদেশি নাগরিক, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মযাজক, পুরোহিত, ধর্মান্তরিত খ্রিস্টান, ব্লগার, বাউল-সাধক হত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডের কূল-কিনারা করতে সরকার চরম ব্যর্থ। সে ব্যর্থতা ঢাকতেই তারা বিএনপির ঘাড়ে দোষ চাপানোর অংশ হিসেবে তাবেলা সিজার হত্যার ঘটনায় এম এ কাইয়ুমের বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করে। সেই মামলায় কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেয়ার ঘটনায় সরকারের প্রকৃত স্বরূপ উন্মোচিত হলো যে, তারাই জঙ্গিদের রক্ষা করছে। আর এজন্যই বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে।এসময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলন, সংগ্রামে মৃত্যুবরণ করা ঠাকুরগাঁওয়ের ছয় পরিবারকে ঈদ উপহার দেন। রবিউল এহসান রিপন/এআরএ/এমএস