দেশজুড়ে

নাইক্ষ্যংছড়িতে এবার আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মংসানু মার্মা (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানাই পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বাইশারী বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়। দুর্বৃত্তরা তাকে পিছন থেকে তিনটি কোপ দেয় বলে জানাই পুলিশ। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এদিকে নিহতের ভাই উথানু মার্মা জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনিস জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরো জানান, নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ ভিক্ষু উগাইন্দ্যাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।সৈকত দাশ/এফএ