বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কয়েক বছর ধরেই তাদের ক্ষমতাকে পাকাপোক্ত এবং একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার যে নীল নকশা করছে তারই ধারাবাহিকতায় মিথ্যা মামলা দিয়ে গোটা দেশ থেকে বিরোধী দলকে নির্মূল করার চেষ্টা করছে। একের পর এক অভিযান চালাচ্ছে। শুক্রবার বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, তারা বলছে জঙ্গিবাদ দমনের জন্য এই সাঁড়াশি অভযান চলছে তাদের। সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে তারা নিরীহ সাধারণ মানুষকে গ্রেফতার করছে। এটা অবসানের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ এখন একটা কঠিন সময় পার করছে। এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের যে মনোভাব সেটাকে তারা উপলদ্ধি করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।এসময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রবিউল এহসান রিপন/এফএ/পিআর