রাজনীতি

অবরোধ চলবেই : খালেদা জিয়া (ভিডিও)

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সামনে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া বলেছেন কাল (মঙ্গলবার) থেকে অবরোধ কর্মসূচী চলবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে।তিনি বলেন, আজ (সোমবার) কোন অবরোধ ছিল না। কিন্তু সমাবেশ বাস্তবায়ন করতে না দেওয়ায় কাল থেকে অবরোধ চলবে।খালেদা জিয়া বলেন,  আজ আমাদের কালো পতাকা কর্মসূচি ছিল। সমাবেশ করতে দেওয়া হয় নাই। এ জন্য শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া পর্যন্ত ‘অবরোধ’ চলবে।৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের দিনকে কালো দিবস আখ্যায়িত করে ২০ দলীয় জোট ঢাকায় মহাসমাবেশসহ সারাদেশে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা দেয়। কর্মসূচি পালনের ক্ষেত্রে আইনশৃংখলা অবনতির আশঙ্কায় পুলিশ ঢাকা মহানগরীসহ সিলেট ও চট্টগ্রামে সভা সমাবেশে নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রেক্ষিতে দেশব্যাপী সংঘর্ষ ছড়িয়ে পড়ে।বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে আটকে দেয় পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। সোমবার গুলশানে নিজ কার্যালয় থেকে বের হয়ে পল্টনে যাবার চেষ্টা করলে গেটেই খালেদা জিয়াকে আটকে দেয় পুলিশ। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটি নির্বাচন করতে হবে। সবার অংশগ্রহনে একটি নির্বাচন করতে হবে। বর্তমানে যে সরকার আছে সেই সরকার জগণের দ্বারা নির্বাচিত নয়।সরকারের প্রতি তিনি প্রশ্ন করে বলেন, আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করব। সরকার আমাদের সমাবেশ করতে দিল না। সমাবেশ করতে না দেওয়ার কারণটি কী?