দেশের বিভিন্ন জেলায় সোমবার বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে বাধা দেওয়ায় কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী। আটক করা হয়েছে বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীকে।নাটোরনাটোরের তেবাড়িয়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। রাজশাহীজেলার পুঠিয়ার বানেশ্বরে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। বিকেল ৩টায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা পুলিশের নিষেধ অমান্য করে সমাবেশ করলে পুলিশ তাতে বাধা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।ঝিনাইদহবিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াত-শিবিরের ২৫ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ও সকালে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। জেলা শহরের এইসএসএস সড়কে ও শেরে বাংলা সড়ক ও পায়রা চত্বরে এবং হামদহ মোড়ে সোমবার সকাল ১১টার দিকে পৃথক মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে শহরের পায়রা চত্বরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ছাড়া শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ এড়াতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ। এসব সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।