জন্মসূত্রে সকল ভারতীয়ই মুসলমান। ভারতের মজলিশ-ই-ইত্তেহাদ মুসলিমিন নামের একটি রাজনৈতিক দলের প্রধান আসাদুদ্দিন ওয়াসি হায়দ্রাবাদে দলের প্রধান কার্যালয়ে সোমবার এ কথা বলেন।তিনি বলেন, ভারতে জন্মগ্রহণকারী সকলেই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। তারপর অন্য ধর্মে দীক্ষিত হয়। তাই `ঘর ওয়াপাসি` বলতে যারা অমুসলিম তাদের ইসলাম ধর্মে ফিরে আসাকেই বোঝায়। খবর এনডিটিভিভারতের ক্ষমতাসীন বিজেপির অঙ্গসংগঠন বিশ্ব হিন্দু পরিষদ সম্প্রতি `ঘর ওয়াপাসি` নামের কর্মসূচীর মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে। তাদের দাবি ভারতের সব মানুষই এক সময় হিন্দু ছিল, পরবর্তীতে কেউ কেউ ধর্মান্তরিত হয়ে মুসলমান, শিখ, খ্রিষ্টান বা অন্য ধর্মবিশ্বাস গ্রহণ করেছে। এখন তারা শুধু এমন অ-হিন্দু লোকজনকে তাদের আদি ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসছে। হিন্দু মৌলবাদী এই সংগঠনটি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে লোভ, ভয় দেখিয়ে ধর্মান্তরিত করছে এমন সমালোচনার মধ্যেই আসাদুদ্দিন ওয়াসি ঠিক তার বিপরীত বক্তব্য দিলেন।