দেশজুড়ে

ঝিনাইদহে সেবায়েত হত্যার ঘটনায় মামলা

ঝিনাইদহে সেবায়েত শ্যামানন্দ দাস হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মন্দিরের সেবায়েত হত্যার ঘটনায় সুবল চন্দ্র বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত আছে।উল্লে­খ্য, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে ৩ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে শ্যামানন্দ দাসকে শ্রী শ্রী রাধা মদন গোপাল মঠ মন্দিরের সামনে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর কাস্টসাগড়ার শ্রী শ্রী রাধা মদন গোপাল মঠ মন্দিরের সেবায়েত হিসাবে প্রায় ৩ বছর যাবৎ কর্মরত ছিলেন।আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি