অর্থনীতি

শাহজিবাজারের পাঁচ পরিচালককে জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির লিমিটেডের পাঁচ পরিচালককে ৪৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানী খাতের প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘন করায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমকে ৫ লাখ টাকা, পরিচালক রেজাকুল হায়দারকে ১০ লাখ টাকা, পরিচালক আনিস সালাহউদ্দিন আহমেদকে ১০ লাখ টাকা, পরিচালক মো: শামসুজ্জামানকে ১০ লাখ টাকা এবং পরিচালক এ.কে.এ.বদিউল আলমকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।