অর্থনীতি

ফাইন ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফাইন ফুডস লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।জানা গেছে, সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।