গণমাধ্যমকর্মীরা শুধু সংবাদই সংগ্রহ করেন না। সময়ের প্রয়োজনে যুক্ত হন নানা সামাজিক দায়বদ্ধতায়। এমনই এক ঘটনা ঘটেছে বাণিজ্য নগরী চট্টগ্রামে।চট্টগ্রামের গণমাধ্যমকর্মী আজাদ তালুকদার তার ফেসবুক প্রোফাইলে উপরে ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশন হিসেবে লিখেছেন, সোমবার সন্ধ্যায় পুলিশী গ্রেফতার এড়ানোর জন্য নগর বিএনপি কার্যালয়ের সামনে ইয়াসমিন প্যালেসের তিন তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় গুরুতর আহত হয়ে নির্জন স্থানে পড়ে থাকেন এক বিএনপি কর্মী। গোঙানির শব্দ শুনে এক ঘণ্টা পর গণমাধ্যমকর্মীরাই আবিষ্কার করেন তাকে। পেশাগত কাজ বাদ দিয়ে মানবিক দিকটাই তখন বড় হয়ে উঠে। তাই দ্রুত পুলিশ ভ্যানে করে তাকে চমেক হাসপাতালে পাঠানোর চেষ্টা। যুবকটির ডান পা ভেঙে চূর্ণবিচুর্ণ হয়ে যায়। থেতলে যায় মুখের একপাশ।