বিনোদন

মমতাজের মিউজিয়াম

নিজের হারানো স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে একটি মিউজিয়াম নির্মাণ করছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। এতে মমতাজের ব্যবহৃত বাদ্যযন্ত্র, শৈশবের স্মৃতিমাখা আসবাবপত্র, নিজের গানের স্বরলিপি, বিভিন্ন পুরস্কার, বাবা মধু বয়াতির ব্যবহৃত পোশাক-পরিচ্ছদসহ ইত্যাদি স্থান পাবে।এ প্রসঙ্গে মমতাজ বলেন, `একজন সাধারণ মমতাজ থেকে আজকের মমতাজ হয়ে ওঠার পেছনে নানা রকম স্মৃতি জড়িয়ে আছে। পুরনো দিনগুলোর স্মৃতি সংরক্ষণের জন্য মিউজিয়ামটি গড়ে তুলছি। এছাড়া এতে বাউল-সাধকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে, যাতে মিউজিয়ামটি ঘিরে বাউলশিল্পীদের মিলনমেলা তৈরি হয়। মিউজিয়ামটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দু-তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। চলতি বছরই এর উদ্বোধন করব।`