বিনোদন

অলরাউন্ডারের মা মৌসুমী

এবার অলরাউন্ডার ছেলের মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মৌসুমীকে। তবে কোনো সিনেমায় নয়, তাকে এই রূপে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে।বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন মেহেদী হাসিব। ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ৪০ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্রে এনিমেশনের কাজও থাকছে বলে জানান নির্মাতা।মৌসুমী বলেন, `ছেলের অলরাউন্ডার হয়ে ওঠার পেছনের কারণ সিমসিম বিস্কুট। পরিবারের অন্যদেরও প্রিয় বিস্কুট এটি। এমন কনসেপ্টে তৈরি হয়েছে বিজ্ঞাপনটি। গল্পটা কমন হলেও আঙ্গিকটা ভিন্ন। মজা আছে বিজ্ঞাপনটিতে।`