চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহতের ঘটনায় ডাকা হরতালে জেলার চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ধোবরা নামক স্থানে দুটি খালি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার ভোর ৪টার এ ঘটনায় ট্রাক দুটির একটি ভস্মীভূত হয় এবং অপরটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়া কানসাটে জারিকৃত ১৪৪ ধারা মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।তিনি জানান, হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একমাত্র শিবগঞ্জ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অধিকাংশ দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত খোলা রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার অভাবে সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আনা নেওয়া বন্ধ রয়েছে।এর আগে গতকাল সোমবার জেলার শিবগঞ্জের কানসাটে পুলিশের সঙ্গে জামায়াত-বিএনপির সংঘর্ষে পুলিশের গুলিতে জমশেদ (৪৮) নামে এক বিএনপি কর্মী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে বিএনপি মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়।