রাজধানীর শাহবাগ থেকে ছাত্রলীগের কর্মীরা ঢাকা বিশ্ববদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রদলকর্মীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।অপহৃত ছাত্রদলকর্মীরা হলেন কাজী রনোকুল ইসলাম শ্রাবণ ও লিংকন আসলাম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববদ্যিালয় এলাকায় এ ঘটনা ঘটে।অপহরণকারীরা কালো একটি গাড়িতে করে এসে রনোকুল ও লিংকনকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ঢাবি ছাত্রদল নেতা মওদুদ আহমেদ।এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুুল ইসলাম কিছু জানেন না বলে জানিয়েছেন।