তথ্যপ্রযুক্তি

শেরপুর নিউমার্কেট ফ্রি ওয়াই-ফাই জোন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুর শহরের প্রাণকেন্দ্র পৌর নিউমার্কেট এলাকাকে ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় আনা হয়েছে। গতকাল সোমবার থেকে ৮ জুলাই পর্যন্ত ঈদের ছুটির ৫ দিন কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই এ ওয়াই-ফাই জোন সচল থাকবে। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য পুরো নিউমার্কেট এলাকাটি ফ্রি ওয়াই-ফাই জোনের আওতাভুক্ত করেছে ‘এমসিএম-সেভেন মিরর কম্পিউটার’ নামের একটি কম্পিউটার-ইন্টারনেট প্রযুক্তিপণ্য সেবা বিক্রেতা প্রতিষ্ঠান। এ উপলক্ষে সোমবার শহরে মাইকিং করা হয়েছে। সেভেন মিরর কম্পিউটার টেকনোলোজির স্বত্বাধিকারী মো. ওয়াহিদুজ্জামান রনি জানান, ঈদের ছুটিকে আনন্দময় করতে এবং শহরবাসীকে ঈদের শুভেচ্ছা স্বরূপ নিউমার্কেট এলাকা এ ওয়াই-ফাই জোন করা হয়েছে। কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই এ ওয়াই-ফাই জোনের আওতায় ৫১২ জন ইউজার একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এসময় ব্যবহারকারীরা ফ্রি ফেইজবুক, ইমেইল, ইউটিউব এবং নিউজ পোর্টাল সাইট দেখতে পারবেন, তবে কোনো ডাউনলোডে যেতে পারবেন ন।হাকিম বাবুল/এমএএস/এমএস