দেশজুড়ে

এবার ভোলায় মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি

এবার ভোলার বাপ্তা মহাপ্রভু মন্দিরের পুরোহিতকে চিঠি পঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। হাতে লেখা ওই চিঠিটি বিকেল ৫টা থেকে  সন্ধ্যা ৭টার মধ্যে মন্দিরের প্রণামী বাক্সে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। চিঠিতে বলা হয় ‌‘মরবি তোরাও।  তোদের জবাই, জবাই করে মারবো ’। এদিকে এমন চিঠি পেয়ে আতঙ্কিত মন্দিরের পুরোহিত জগৎবন্ধু ব্রহ্মচারী। সন্ধ্যায় ওই চিঠি উদ্ধারের পর বিষয়টি পুলিশ সুপারকে জানান, মন্দির কমিটির কর্মকর্তারা। এরপর ভোলা থানার পুলিশ, গোয়েন্দা সংস্থার টিম মন্দির এলাকা পরিদর্শন করেন। চিঠি পাওয়ার পর মন্দিরের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ভোলা থানার ওসি মীর খায়রুল কবির। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে জানান, কোনো কিছুকে তুচ্ছ করে দেখার সুযোগ নেই।জেলা পুজা উদযাপন পরিষদেন সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ জেলা সকল মন্দির ও পুরোহীতসহ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান। অমিতাভ অপু/এসকেডি