বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের সংঘর্ষে বিমল চাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।মঙ্গলবার রাতে উপজেলার বেতছড়ার তালুকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদার টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে এক গ্রুপের দুই সন্ত্রাসীকে কুপিয়ে ফেলে যায় অন্য গ্রুপের সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই বিমল চাকমার মৃত্যু হয়। তবে আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেতছড়া এলাকায় অভিযান শুরু করেছে।এদিকে, বেতছড়া এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে বান্দরবান সদরে চলে এসেছেন।রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী বলেন, বেতছড়া এলাকায় সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ।সৈকত দাশ/এআরএ/পিআর