দেশজুড়ে

অষ্টগ্রামে দু্ই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিগত ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে  মো. মাহবুব (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আদমপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মন্নাফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আদমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার সাইদুর রহমান সাজুর সঙ্গে একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী সবুজ মিয়ার বিরোধ ছিল। এ ঘটনার জেরে আজ ইফতারের পর দুই মেম্বার প্রার্থীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হয় ৫ জন। তাদের মধ্যে বুকে বল্লমবিদ্ধ হয়ে গুরুতর আহত মাহবুবকে পাশ্ববর্তি হবিগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।নিহত মাহবুব পরাজিত মেম্বার প্রার্থী সবুজ মিয়ার সমর্থক বলে জানা গেছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা জানান, ‘ আমি  ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।’ নূর মোহাম্মদ/এসকেডি