দেশজুড়ে

বড়াইগ্রামে ছাত্রলীগ নেতাসহ নিহত ২

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস উল্টে ছাত্রলীগের নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।নিহতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসান ও সাহাবুদ্দিন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়েকর বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসানসহ অন্যান্যরা একটি মাইক্রোবাসে নাটোরের দিকে আসছিল। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেজুর মোড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মেহেদি হাসানসহ ৫ জন আহত হয়। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ছাত্রলীগ নেতা মেহেদি হাসানকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করে। উলে­খ্য, এর আগে ২০১৪ সালের ২০ অক্টোবর এই রেজুর মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়। রেজাউল করিম রেজা/ এমএএস/পিআর