দেশজুড়ে

জাতীয় সংকটের সময় দেশবাসীকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান

জাতীয় সংকটের সময় দেশবাসীকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংকটের সময়, যে সময় সাম্প্রদায়িক উগ্রবাদ আমাদের অস্তিত্ব, অর্জন এবং উন্নয়নের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। চেতনা এবং আদর্শের বিরুদ্ধেও তারা হুমকি স্বরুপ।

শুক্রবার সকালে বান্দরবান-কেরানীহাট সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী এসময় সবাইকে আজকের খণ্ড খণ্ড দুর্বল প্রতিবাদ না করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সেতুমন্ত্রী বলেন, রাস্তার কারণে দেশের কোথাও কোনো যানজট হয়নি। ঈদে ঘরমুখো মানুষ ফেরার পথে যাত্রা আরো স্বস্তিদায়ক হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে রামগড় থেকে উখিয়া পর্যন্ত ৮৩২কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হবে।সেতুমন্ত্রী আরো জানান, বান্দরবান-কেরানীহাট সড়ক ১৮৫ কোটি টাকা ব্যয়ে ১৮ থেকে ২৪ ফুট প্রশস্ত করা হবে। এসময় ২৩টি আরসিসি ব্রিজ, ১৫টি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।সৈকত দাশ/এআরএ/এমএস