জাতীয়

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি ডাকা টানা অবরোধের মধ্যে মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে ৬ নম্বর পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৫টা ৫৫মিনিটে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস হেড কোয়াটারের অপারেটর জিয়াউর রহমান আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশে ৬ নম্বর পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১৫৪৬) যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া খবর পাওয়া যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।