মেহেরপুর শহরে জেলা আইনজীবী ভবনের পিছন থেকে তিনটি বোমা ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) লিফলেট উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল নয়টার দিকে এগুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত লিফলেটে সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ক্লিনিক ব্যবসায়ী নজরুলকে হত্যাসহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি দ্বারা বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয় তুলে ধরা হয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে কোর্ট পাড়ায় জেলা আইনজীবী ভবনের পিছনে খোকন নামের এক ব্যক্তির বসত বাড়ির সামনে লাল টেপ দিয়ে মোড়ানো তিনটি বোমা ও লিফলেট দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে উপ-পরিদর্শক (এসআই) খন্দকার রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বোমা ও লিফলেট উদ্ধার করে থানায় নিয়ে আসে। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।পুলিশ সুপার হামিদুল আলম জানান, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো কেউ রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।আতিকুর রহমান টিটু/এফএ/পিআর