দেশজুড়ে

মাগুরায় কালিমন্দিরে জঙ্গি অনুপ্রবেশ সন্দেহে পুলিশি অভিযান

মাগুরা শহরের প্রধান কালিমন্দিরে জঙ্গি গোষ্ঠীর অনুপ্রবেশ সন্দেহে স্থানীয় পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।সোমবার দিবাগত রাতে সন্দেহজনক চার যুবক একটি রিকশাযোগে মাগুরা নতুন বাজার কালিমন্দিরের সামনে আসে। এদের মধ্যে তিনজন মন্দিরের বাইরে অবস্থান নেয় ও অপর একজন মন্দিরে প্রবেশ করে পুরোহিতকে খুঁজতে থাকে। এসময় মন্দিরে উপস্থিত পূজারিরা সন্দেহজনক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে তাবিজ নেওয়ার জন্য এসেছে বলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, এ ঘটনার পর মন্দিরে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে মাগুরা পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরের নতুন বাজার এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান।আরাফাত হোসেন/এফএ/এমএস