অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে এবার এনজিও কর্মীর ভূমিকায় দেখা যাবে। আফসানা মিমি ও রাকেশ বসুর যৌথ পরিচালনায় ‘ডলস হাউজ-২’ নামের ধারাবাহিক নাটকে এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।নাটকের গল্পে দেখা যাবে, তিনি সাগুফতার মা। স্বামীর সঙ্গে আগেই ডিভোর্স হয়ে গেছে তার। মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েনে নানা অশান্তিতে কাটে সংসার জীবন।এ নাটক প্রসঙ্গে সুবর্ণা বলেন, ‘আমাদের সংসার জীবনে এমন অনেক অশান্তি হয়। যা আমাদের সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রত্যেক বাবা-মাকে সন্তানের মন বোঝা উচিত। এ নাটকে অভিনয় করে ভালো লাগছে। নাটকটি শিক্ষামূলক। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’ নাটকটি এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে।