আন্তর্জাতিক

পাকিস্তানে সংবিধান সংশোধনী বিল পাশ

পাকিস্তানের সংবিধানের ২১তম এ সংশোধনী বিল। এর ফলে সন্ত্রাসীদের বিচার এখন দেশটির সামরিক আদালত হবে। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি নিয়ে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ভোট পড়ে ২৪৭টি। ভোট প্রদান থেকে বিরত ছিলেন পাকিস্তান জামায়াতে ইসলামী ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজলুর)- এর সদস্যরা।পার্লামেন্টের নিম্নকক্ষে বিল পাস হওয়ার পর তা আইনে পরিণত করতে বিলটি সিনেটেও পাস করতে হবে। ধারণা করা হচ্ছে বুধবার সিনেটে বিলটি পাস হবে এবং দুই একদিনের মধ্যেই এটি আইনে পরিণত হবে।সংবিধানের ২১তম এ সংশোধনী বিলটির পক্ষে অবস্থান নিয়েছে প্রধান বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটি সিনেটেও বিলটি পাসের জন্য নওয়াজ শরীফের সরকারের প্রতি সমর্থন প্রদানের ঘোষণা দিয়েছে।বিলটি আইনে পরিণত হওয়ার পর তা দুই বছরের জন্য কার্যকর থাকবে অর্থাৎ সামরিক আদালত সাংবিধানিকভাবে দুই বছর কাজ করতে পারবে।