দেশজুড়ে

গুরুদাসপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট

নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃন্দাবনপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার জানান, রোববার দুপুরে উপজেলার বৃন্দাবনপুরে এই ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।এ মামলার এজাহার থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রোববার দুপুরে বৃন্দাবনপুরের ইউসুব আলীর নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে একই গ্রামের নুর ইসলামের বাড়িতে হামলা চালায়। এতে নুর ইসলাম, স্ত্রী  লাইলি বেগম, মা চেন ভানু, ভাই ছোরমান, বোন কোহিনূর, ভগ্নিপতি রায়হান ও আজেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।এসময় ঘরে রাখা দেড় ভরি সোনার গহনা ও নগদ এক লাখ পঁচিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় আজের ও কোহিনূরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  ঘটনার সত্যতা স্বীকার করে ওসি দীলিপ কুমার জাগো নিউজকে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। রেজাউল করিম রেজা/এএম/এআরএ/আরআইপি