মানিকগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার জিন্নত আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও তার মেয়ে নারগীস আক্তার (৩০), একই উপজেলার বেরঘাটা গ্রামের আক্কাছ আলীর ছেলে মিজানুর রহমান (৩০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্ররা গ্রামের শুকলাল রাজবংশীর ছেলে পরাণ রাজবংশী(৪০)। হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের (ঢাকা মেট্টো-ব-১১-২৫৫৫) সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে যাওয়ায় পাটুরিয়াগামী পিকআপ ভ্যানের (ঢাকা মেট্টো-ন-১৬-২১০২) মুখোমুখি সংর্ঘষ হয়।এতে ঘটনাস্থলে শেফালি বেগম, স্থানীয় মুন্নু মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মেয়ে নারগীস আক্তার মারা যান। বাকি দুইজন মারা যান মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর।দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জাগো নিউজকে জানান, দুইটি যানেরই দ্রুতগতি ছিল। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। বাস ও পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।বি.এম খোরশেদ/এআরএ/পিআর