এবার এক নাটকেই অনেকগুলো রূপে হাজির হবেন বিদ্যা সিনহা মিম। `নারী সুন্দরী` নামের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নাটকে মিমকে প্রথমে দেখা যাবে গ্রামের এক সাধারণ মেয়ের ভূমিকায়। শহরে এসে জীবিকার সন্ধানে চাকরি পায় বিউটি পার্লারে। এরপর হয়ে ওঠে চালাক চতুর অপরূপা এক নারী সুন্দরী। একদিন এই নারী সুন্দরী মিস লাভলি নামের এক অদ্ভুত নারীর নজরে পড়ে হয়ে ওঠে শহরের সবচেয়ে আকর্ষণীয় ডিজে ড্যান্সার। আবরও বদলে যায় সরলার জীবন। এরপরের কাহিনী জানা যাবে নাটকটি দেখে। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রোজি সিদ্দিকী, রওনক হাসান প্রমুখ।