খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে তার গুলশান কার্যালয়ে গেলেন মহিলা দলের সাত নেত্রী। এসময় নেতৃত্ব দেন মহিলা দলের সভানেত্রী নূরে আর সাবা। তার সাথে ছিলেন বিরকিস জাহান, সুলতানা আহমেদ, নূর জাহান বেগম, লাইলী বেগম, ইয়াসমিন ও আঞ্জুম আর রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টর দিকে নূরে আরা সাবার নেতৃত্বে সাত সদস্যের একটি দল খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলে পুলিশ দিনজনকে অনুমতি দেয়। এসময় নূরে আর সাবা, বিরকিস জাহান ও সুলতানা আহমেদ ভেতরে প্রবেশ করলেও বাইরে অপেক্ষমান থাকেন নূর জাহান বেগম, লাইলী বেগম, ইয়াসমিন ও আঞ্জুম আর রহমান। মহিলা দলের সদস্যরা চাল, ডাল, আটা, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সবজি নিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে ভেতরে প্রবেশ করেন।