খেলাধুলা

ম্যানইউর সঙ্গে চুক্তি করছেন ভালদেস

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবন্ধ হতে যাচ্ছেন বার্সেলোনার প্রাক্তন গোলরক্ষক ভিক্টর ভালদেস । ১৮ মাসের চুক্তিতে যোগ দিতে  যাচ্ছে এই গোলরক্ষক। ৩২ বছর বয়সী ভালদেস বার্সেলোনার হয়ে ছয়টি লা লিগার শিরোপা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলেন। কিন্তু গেল দলবদলের মৌসুমে নতুন করে তার সঙ্গে চুক্তি করতে রাজি হয়নি কাতালান ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেড ভালদেসকে আনতে প্রস্তাব দিয়ে রেখেছিল। এবার সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন তিনি। এর আগে গেল দুই মাস ধরে লুইস ফন গালের দলের সঙ্গে অনুশীলন করছেন ভালদেস। কিন্তু ইনজুরি থেকে সেরে না ওঠায় কোনো পাকাপাকি কোনো কথা দেয়নি ক্লাবটি। এবার ভালদেস সেরে উঠেছেন। তাই তার সঙ্গে চুক্তি করার বিষয়টিও প্রকাশ করেছে ক্লাবটি।