রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন তার স্ত্রী

কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কারাগারে গিয়ে রাহাত আরা বেগম দেখা করেন। ১০ মিনিটের জন্য এই সাক্ষাৎ হয়।ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৬ নং সেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে রাখা হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাব থেকে ফখরুলকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে নেয়ার পর আদালত কারাগারে প্রেরণের আদেশ দেন।গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে পুলিশ ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলেও তা আদালত নাকচ করে দেয়।মঙ্গলবার বিকালে সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনের কয়েক মিনিটের মধ্যে জাতীয় প্রেসক্লাবে গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।