শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বড় গজনী গ্রাম থেকে রোববার সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও একটি গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে একটি তাজা গ্রেনেড, একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ সময় দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- একই গ্রামের মৃত নগেন্দ্র সাংমার ছেলে সিষ্টো মারাক (৪০) ও জ্যাকোব মারাকের ছেলে অনুকুল সাংমা (৫৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. সজীব খান, মিঠু মিয়া ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সকাল পৌনে ৭টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ওই গ্রামের উলফা কমান্ডার রঞ্জন চৌধুরীর (বর্তমানে সাজাপ্রাপ্ত) বাড়ি সংলগ্ন সিষ্টো মারাকের বাড়িতে অভিযান পরিচালনা করেন।এসময় একটি তাজা গ্রেনেড, একটি ৭.৬৫ এমএম পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশের অবস্থান টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী সিষ্টো মারাক ও তার সহযোগী অনুকুল সাংমা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এ ব্যপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ বলেন, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। বেশ কিছুদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। হাকিম বাবুল/এফএ/আরআইপি