অর্থনীতি

এশিয়ান টাইগারের আইপিও আবেদন শুরু রোববার

প্রাথমিক গণ প্রস্তাবের(আইপিও) অনুমোদন পাওয়া এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডে আবেদন গ্রহণ  ১১ জানুয়ারি রোববার শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসি বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে করতে পারবেন ২৪ জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটি শেয়ারবাজারে ১০ কোটি ইউনিট ছেড়ে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানির ৫০০ ইউনিটে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৩৬২ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে। কিন্তু কোম্পানির প্রসপেক্টাস সময় মতো দাখিল করতে ব্যর্থ হওয়ার বিএসইসির ৪৯৯ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।