২০১২-১৩ বছরগুলো বেশ অনিয়মের মধ্যে কাটালেও ২০১৪ সালে বেশ `ভদ্র মেয়ে` হয়ে ছিলেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। নিজেকে আরো বেশি নিয়েমের ভেতর আনতেই নতুন বছরের শুরুতেই নিয়মিত ইয়োগা করছেন তিনি। এটি সাধারণ কোন ইয়োগা নয়, এর নাম হচ্ছে ‘ইরোটিক ইয়োগা’।কিছু আবেদনময়ী অঙ্গভঙ্গির মাধ্যমে এই ইয়োগা করতে হয়। এই ইয়োগা অনেক আগে রপ্ত করলেও সেটি করছেন তিনি এখন। শুটিংয়ের বাইরের বেশির ভাগ সময় এই ইয়োগা করেই কাটে এই অভিনেত্রীর।এদিকে বর্তমানে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন লিন্ডসে। ছবিগুলো হলো- ‘সোল ক্যারিয়ার’, ‘সিক্স গান ডেড’ এবং ‘লাইফ ট্রাভেলার’। এর মধ্যে ‘সোল ক্যারিয়ার’ ছবির শুটিং এখন করছেন তিনি। এখানে আধুনিক পতিতা চরিত্রে দেখা যাবে লিন্ডসেকে। । ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তিনি।