দেশজুড়ে

মাগুরায় অবৈধ বাস-ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ

মাগুরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও শহরকে যানজট মুক্ত করতে সকল অবৈধ বাস-ট্রাক ও অটোস্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার স্ট্যান্ড উচ্ছেদের পাশাপাশি পৌর এলাকায় মহাসড়কে যাত্রী ও মালামাল ওঠানামা বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। মাগুরা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (ওসি) কবির হোসেন জাগো নিউজকে জানান, শহরের প্রাণকেন্দ্র ভায়না মোড়, ঢাকা রোড, কাঁচাবাজার, পারনান্দুয়ালীসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্ট্যান্ড গড়ে রাস্তার উপর গাড়ি পাকিং করে যাত্রী ও মালামাল ওঠানো নামানো করতেন অনেকে। যার ফলে শহলে সড়ক দুর্ঘটনা ও যানজট বেড়ে যাচ্ছিল।এ অবস্থায় মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ উদ্যোগী হয়ে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের সিন্ধান্ত নেন। মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ওইসব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ।এ কর্মকর্তা আরো জানান, উচ্ছেদ অভিযানের পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এ অভিযান ও সচেতনতামূলক প্রচারণার ফলে যানবাহন চালকরা অবৈধ স্ট্যান্ড ছেড়ে কেন্দ্রীয় টার্মিনালে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এ ধরনের উদ্যোগে মাগুরার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান পথচারীরা।আরাফাত হোসেন/এসএস/আরআইপি