চুয়াডাঙ্গায় মেলার মাঠ থেকে রামদা ও চাইনিজ কুড়ালসহ জসিম ও কেরামত আলী নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে গড়াইটুপির মেলা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- সদর উপজেলার তিতুদহ গ্রামের গাজীরুদ্দিনের ছেলে জসিম (২৫) ও একই গ্রামের আব্দুল গাজীর ছেলে কেরামত আলী (৩৫)।পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তি স্থানীয় যুবলীগকর্মী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলা এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রা প্যান্ডেলের ভেতরের একটি স্টলের কাছ থেকে জসিম ও কেরামত আলীকে আটক করা হয়। এদের কাছ থেকে পাঁচটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।সালাউদ্দিন কাজল/এএম/পিআর/এমএফ