নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা নাছিমা খাতুন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।শপথ নেয়া সদস্যরা হলেন, দিঘলিয়া ইউনিয়ন লতিফুর রহমান, জয়পুর ইউনিয়ন আক্তার হোসেন, মল্লিকপুর ইউনিয়ন গোলাম মোস্তফা, ইতনা ইউনিয়ন নাজমুল হাসান ও কাশিপুর ইউনিয়নে মো. মতিয়ার রহমান। এছাড়া ৪৫ জন সদস্য এবং ১৫ জন সংরক্ষিত সদস্য অনুষ্ঠানে শপথগ্রহণ করেন। হাফিজুল নিলু/এএম/এমএস